Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২৩-০৩-২০১৬ খ্রিঃ তারিখে পুঠিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তসমূহ
বিস্তারিত

২৩-০৩-২০১৬ খ্রিঃ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর মাসিক সমন্বয় সভায় গৃহিত সিদ্ধান্ত সমূহঃ

 

*** উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি ইউনিয়ন পরিষদ এর ন্যাশনাল পোর্টাল দেখেন। তিনি তা সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংশোধন ও তথ্যাদি আপডেট করার জন্য নির্দেশনা প্রদান করেন। পোর্টাল আপডেট করার লক্ষ্যে তিনি একটি Crash প্রোগ্রামের আয়োজন করেন যা আগামি ২৭-০৩-২০১৬ খ্রিঃ তারিখ হতে ৩০-০৩-২০১৬ খ্রিঃ তারিখ পর্যন্ত চলবে। এই প্রোগ্রামে প্রতিটি ইউনিয়ন পরিষদ হতে উদ্যোক্তাগণ অংশগ্রহণ করবেন।

 

*** উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ডিজিটাল সেন্টার সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন, তিনি তাদের সার্বিক কর্মকান্ড সুষ্ঠভাবে পরিচালনা এবং তদারকি করার জন্য জনাব মোঃ ওয়াহিদ সাদিক, টেকনিশিয়ান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুঠিয়া, রাজশাহীকে ২২-০৩-২০১৬ খ্রিঃ তারিখের অফিস আদেশের মাধ্যমে নির্দেশনা প্রদান করেন। উক্ত আদেশে তিনি উপজেলা টেকিনিশিয়ানকে প্রতি মাসে কমপক্ষে ০৪টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করার নির্দেশ দেন এবং পরিদর্শণ শেষে সুপারিশ সহ প্রতিবেদন প্রদানের জন্য বলেন। টেকনিশিয়ানকে তার পরিদর্শনে সহায়তা করার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দেন এবং উদ্যোক্তাদের মাধ্যেমে ইউপি চেয়ারম্যান ও সচিবদের নির্দেশনা প্রদান করেন।

 

***অনুষ্ঠানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মহোদয় উদ্যোক্তাদেরকে ভূমি বিষয়ক কর্মকান্ডে অংশগ্রহণ ও প্রচার প্রচারণা চালানো নির্দেশনা প্রদান করেন। প্রয়োজেনে তিনি সর্বাত্তক সহযোগিতা করবেন মর্মে জানান।

ডাউনলোড
প্রকাশের তারিখ
24/03/2016