Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পুঠিয়া উপজেলায় অবস্থিত ২০ (বিশ) একর পর্যন্ত বদ্ধ জলমহাল বা খাস পুকুরসমূহের বাংলা ১৪২৩ হতে ১৪২৫ পর্যন্ত ০৩ (তিন) বছর মেয়াদে ইজারা বিজ্ঞপ্তি
বিস্তারিত

এতদ্বারা পুঠিয়া উপজেলার সমাজসেবা অধিদপ্তর ও সমবায় অধিদপ্তরের স্থানীয় কার্যালয় হতে নিবন্ধনকৃত প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতি অথবা বেকার যুব ও যুব মহিলা/ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাগণের সন্তান/ বিধবা বা স্বামী পরিত্যক্তা/ আনসার, ভি.ডি.পি বা গ্রাম পুলিশ সদস্য/ দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এরুপ সমিতি সদস্যগণের নিকট হতে ‘সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা, ২০০৯ এবং ২০০৯ সালের এতদ্সংশ্লিষ্ট সংশোধনী প্রজ্ঞাপন অনুযায়ী পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত সরকারী জলমহাল বা খাস পুকুরসমূহ (২০ একর পর্যন্ত) নির্ধারিত শর্ত সাপেক্ষে ১৪২৩ হতে ১৪২৫ বাংলা সন পর্যন্ত ০৩ (তিন) বছর মেয়াদে অস্থায়ী ভিত্তিতে ইজারা প্রদানের লক্ষে পৃথক পৃথক সীলমোহরকৃত খামে দরপত্র বা আবেদনপত্র আহবান করা যাচ্ছে। এ উপজেলাধীন সরকারী জলমহাল বা খাস পুকুরসমূহ (২০ একর পর্যন্ত) ইজারা প্রাপ্তির লক্ষে দরপত্র বা আবেদনপত্রসমূহ নি¤েœাক্ত দিনক্ষণ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুঠিয়া, রাজশাহী-এ রক্ষিত ‘টেন্ডার বাক্সে’ দাখিল করতে হবে এবং দাখিলকৃত দরপত্র বা আবেদনপত্র দাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র বা আবেদনপত্রসমূহ খোলা হবে। অফিস চলাকলীন সময়ে ‘সোনালী ব্যাংক লিমিটেড, পুঠিয়া, রাজশাহী’ শাখায় ‘উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী’-এর অনুকূলে জমাকৃত ৫০০/- (পাঁচ শত) টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরত যোগ্য) দাখিলের বিনিময়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, পুঠিয়া, রাজশাহী হতে ইজারা প্রদানের নির্ধারিত শর্তাবলীসহ দরপত্র বা আবেদনপত্রের ফরম সংগ্রহ করা যাবে। সরকারী জলমহাল বা খাস পুকুরসমূহ ইজারা প্রাপ্তির দরপত্র বা আবেদনপত্র দাখিলের শর্তাবলী, পুঠিয়া উপজেলার সরকারী জলমহাল বা খাস পুকুরসমূহের (২০ একর পর্যন্ত) তালিকা এবং জলমহাল ইজারা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, পুঠিয়া, রাজশাহী-এর নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
30/03/2016